লক্ষ্মীপুরের নৌকাডুবি, নিখোঁজ ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে সোমবার দুপুরে আলেকজান্ডারের মেঘনায় আসলপাড়া এলাকায় এসিআই কোম্পানির নয় কর্মকর্তা ও কর্মচারীসহ পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় নয়জন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের সহযেগিতায় আটজনকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন রবি তালুকদার নামে একজন। নিখোঁজ ব্যক্তি এসিআই কোম্পানির কুমিল্লা অঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধাররা হচ্ছেন- জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, সাদেকুর রহমান, আবদুল আজিজ, আবদুর রশিদ ও হাফিজুর রহমান।

রামগতি থানার ওসি সোলাইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ রবি তালুকদার এসিআই কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবরিদল ও পুলিশের যৌথ অভিযান চলছে।

আইএনবি/বিভূঁইয়া