রায়গঞ্জে ট্রাক চাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শুক্রবার সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের কামারপাড়া ব্রিজ এলাকায় ট্রাক চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ ভ্যানযাত্রী।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাই হাজিপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও লক্ষীবিষ্ন প্রসাদ খালিফা পাড়ার আবেদ আলী প্রামাণিকের ছেলে জেল হোসেন (৬৫)। দুর্ঘটনায় আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলেও জানা যায়।

আইএনবি/বিভূঁইয়া