রাঙামাটিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে পিকনিক পাটির লোকজনের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাঙামাটির কাপ্তাই হ্রদের ওপারে বালুখালী এলাকায় অটোরিকশা সমিতি ও বালুখালীর আমতলী এলাকাবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘেরাওরত অবস্থা থেকে পিকনিক পার্টির লোকজনসহ আহতদের উদ্ধার করে রাঙামাটিতে নিয়ে আসে।

উভয়পক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে আহতরা হলেন, আবুল কালাম(৪৭), আব্দুস সাত্তার(৪৪), বাপ্পী(২৫) মোঃ সিদ্দিক (৪০), নয়ন ত্রিপুরা(২২), নুরুল আমিন (২০), রিকন ত্রিপুরা (২০), স্বপন ত্রিপুরা(২০), মনি ত্রিপুরা (২২), রবি বড়–য়া(২৩), দীপন চাকমা(২২), মোস্তফা(২৭), সত্যাজিৎ(৪৫), মুরাদ(৩০) ও রাশেদ(২৮)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, হাসপাতালে বর্তমানে তিনজন চিকিৎসাধীন আছে। এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।

আইএনবি/বিভূঁইয়া