রণক্ষেত্র বগুড়া, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

বগুড়া প্রতিনিধি:বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে থানারোড দিয়ে সাতমাথায় আসতে চাইলে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় ব্যাপক ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিক, পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

বগুড়ার বিভিন্ন উপজেলাতেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বগুড়া জেলাজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

এছাড়াও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনেও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আন্দোলনকারীরা আজিজুল হক কলেজের সামনে কামরগাড়ি রেল গেট অবরোধ করে অবস্থান নেয়। পুলিশ এসে তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া ও পাল্টা ধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে শতাধিক টিয়ারশেল ও অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

এই ঘটনার পরপরই শহরের সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সাতমাথায় অবস্থান নিতে চাইলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া