রংপুরে নাশকতা মামলায় র‌্যাবের হাতে ৪৩ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগে কোটা সংস্কার আন্দোলনের জেরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ৪৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এরমধ্যে রংপুর নগরীর ১১ জন, নীলফামারীর ২৯ জন ও গাইবান্ধা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম।

রংপুরের র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় গত ১৬ থেকে ১৮ জুলাই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, র‌্যাবের গাড়িতে আগুন, দুই পুলিশ ফাঁড়ি, মহানগর তাজহাট থানা, তিন পুলিশ কর্মকর্তার কার্যালয়, পুলিশ লাইন, আওয়ামী লীগ, ছাত্রলীগ কার্যালয়, মৎস্য অধিদপ্তর, পরিবার-পরিকল্পনা কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুস্কৃতিকারীরা।

তিনি জানান, এসব তান্ডবের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও-অডিও পরীক্ষা করে তান্ডবের হোতা, মদদদাতা, অর্থ সরবরাহ কারীসহ সরাসরি তান্ডবে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আইএনবি/বিভূঁইয়া