মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। সন্ধ্যায় শহরের পৌর নিউমার্কেট চত্বরে সাংবাদিক বিপ্লবী সভাকক্ষ পরিচালনা পর্ষদ এ মোমবাতি প্রজ্জলন কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, শেরপুর মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ গোলাম মোস্তফা স্মৃতি পাঠাগার কর্তৃপক্ষ নিউমার্কেট তৃতীয় তলায় এ উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করে।

আইএনবি/বিভূঁইয়া