টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে পুলিশের সাত সদস্যসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ৩০৮জন করোনায় সংক্রমিত হলেন।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্য, ছাত্র ও গৃহিণী রয়েছেন।
মির্জাপুরে সব মিলিয়ে ৩০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর ১২৭ জন সুস্থ হয়েছেন। ১৭৬ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসা নিবেন। এছাড়া উপজেলায় আক্রান্ত অন্য ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া