কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বুধবার ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তরভাট্টা এলাকায় সিঁধ কেটে ঘরে ঢুকে হাবিবুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাই। আহত হয়েছেন হাবিবুর রহমানের স্ত্রীসহ আরও দুজন। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
ভাট্টা থানরা তদন্ত ইনচার্জ সুমন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর ভাট্টা গ্রামের আলামিনের সঙ্গে চাচাতো ভাই হাবিবুর রহমানের পারিবারিক বিরোধ ছিল। বুধবার ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত হাবিবুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে আলামিনসহ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।
আইএনবি/বিভূঁইয়া