বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান, আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের জামালগঞ্জে অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে অভিযান চালাচ্ছে । এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকার একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩টি রিভলবার, ৪টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৬টি ককটেল, রামদা, চাপাতিসহ ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় রঞ্জু নামে একজনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে সকালে ফের অভিযান শুরু করে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া