রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীর পাংশা উপজেলায় সোমবার বিকেলে উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- পূর্ব বালিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫), জাহানারার নাতনি মিথিলা (৯) ও প্রতিবেশী সাল্লেকের মেয়ে শিউলি খাতুন (১১)। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা-সার্কেল) লাবিব আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের জাহানারা বেগমসহ কয়েকজন পুকুরে গোসল করছিলেন। এ সময় পুকুরের পাশে ওই গ্রামের বাসিন্দা দুলাল প্রামাণিক গাছ কাটছিলেন। গাছটি পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ছিঁড়ে গিয়ে পুকুরের পানিতে পড়ে। এ অবস্থায় পুকুরে গোসল করা ব্যক্তিরা বিদ্যুতায়িত হয়। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
আইএনবি/জে এম/বিভূঁইয়া