বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

আইএনবি ডেস্ক: শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে আজ বিকেলে গুলশানের বাসা ফিরোজা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ার) সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে তার একটিতে রিং পরানো হয়।

 

আইএনবি/বিভূঁইয়া