ফরিদপুর প্রতিনিধি: রোববার ও সোমবার বিএনপি ও বেশ কয়েকটি রাজনৈতিক দল ঘোষিত দুই দিনের হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গদল।
এসময় মশাল মিছিল থেকে শাওন নামে একজন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে শহরের টেপাখোলায় ইয়াসিন কলেজের পূর্ব পাশে সড়ক হতে মশাল মিছিলটি বের হয়।
এরপর মুজিব সড়ক ধরে রেলগেট অভিমুখে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। তবে পথে জেলা পরিষদ মার্কেটের সামনে পৌঁছলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
ফরিদপুরের কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল ছাত্রদল নেতা শাওনকে আটকের সততা নিশ্চিত করে বলেন, হরতালের সমর্থনে সন্ধ্যায় বিএনপি নেতারা একটি মশাল মিছিল বের করার চেষ্টা করে। এ সময় শাওন নামে একজনকে আটক করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া