দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় হানিফ মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মোল্লা উপজেলার টাটকপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, হানিফ মোল্লা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি টাটকপুর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তার বাইসেলে ধাক্কা দেয়। এতে হানিফ মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুঘটনার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, এ বিষয়ে ঘাতক বাসটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া