রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরে বালুবোঝাই ট্রাকের চাপায় মো: গোলাপ খান (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত রাজমিস্ত্রি সদর উপজেলার মাটিপাড়া বেথুলিয়া গ্রামের মো: আজাহারের ছেলে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: রবিউল ইসলাম বলেন, রাজবাড়ী সদর হতে একটি বালু ভর্তি ট্রাক বালিয়াকান্দির দিকে যাচ্ছিল। এ সময় বানিবহ থেকে আসা রাজমিস্ত্রি গোলাপ খানের বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।
আইএনবি/বিভূঁইয়া