বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে খানজাহান আলী (র.) মাজারের দিঘী থেকে মঙ্গলবার সকালে দিঘীর পূর্ব পাশের ঘাট এলাকা থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) দর্শনার্থীর মরদেহ উদ্ধার করেছে ।
প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলায়। তবে পুলিশ বিস্তারিত জানতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত ফকির পান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি লুঙ্গি-পাঞ্জাবী পড়া ছিলেন। তার মুখে দাড়ি এবং কপালে নামাজ পড়ার দাগ আছে। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে তিনি ওই ঘাটে নেমেছিলেন। ওইসময় পড়ে গিয়ে তিনি মারা যান। সোমবার রাতে টুরিস্ট পুলিশের এক সদস্যকে ওই বৃদ্ধ জানান, তিনি ছেলে সাথে রাগ করে মোরেলগঞ্জ থেকে এসেছেন।
তিনি আরও বলেন, আমরা মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সারা দেশের সকল থানায় তথ্য পাঠিয়েছি। যদি তার পরিচয় না পাওয়া যায় তাহলে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পূর্ণ করব।
আইএনবি/বিভূঁইয়া