চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল বাঁশখালী প্রধান সড়কের রামদাশ মুন্সির হাট এলাকায় গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে এক কোটি ১৩ লাখ টাকা মূল্যের ২২ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে। এসময় ইয়াবা পরবিহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ- ৩৫-৮৩২৪ এবং ঢাকা মেট্রো-হ- ৪৭-০৪৪৭) জব্দ করা হয়।
গ্রেপ্তার করা ইয়াবা ব্যাবসায়ীরা হলেন- কক্সবাজাররে মহশেখালী কালারমারছড়া এলাকার জামাল হোসনের ছেলে শফিকুল ইসলাম (৩৬), চকরিয়া এলাকার মো. আবু তৈয়বের ছেলে মো. নুরুল মান্নান (৫৬), সকিদারপাড়ার মো. মোজাফফর আহমদের ছেলে আব্দুল আজিজ (৪২) এবং একই এলাকার মো. রুহুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান পারভজ (৩০)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থকে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা এবং ২টি মোটরসাইকেল জব্দ করা এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া