বন্যা কবলিত মানুষের মাঝে জনতার মঞ্চ ফাউন্ডেশন এর খাদ্রসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় “জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর উদ্যোগে সিলেটে বন্যায় কবলিত মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছেন।

বুধবার ১৭ জুলাই সিলেটের সদর উপজেলার গোটাটিগর ও তার আশপাশেল পানি বন্দী বিচ্ছিন্ন জনপদ ও কষ্টসাধ্য অমানবতায় জীবনযাপন করা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন “জনতার মঞ্চ ফাউন্ডেশন” সংগঠনের সদস্যরা। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আশ্রম কেন্দ্রেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন “জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া, মোঃ সিরাজুল ইসলাম কুনু মিয়া, সংগঠনের সংবাদ বিষয়ক সম্পাদক বাবুল ব্যাপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আশ্রমের দায়িত্বপ্রাপ্ত প্রধান, কাজল আশ্চার্য, কালাম মিয়া, মোশারফ মিয়, জয়নাল, মালেক সহ এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, এই মুহুর্তে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। বিশেষ করে বন্যার পানিতে যে সকল এলাকার ঘরবাড়ি প্লাবিতো হয়েছে তা পুন-নির্মাণ সহ যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সকলকে একসাথে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা বাবুল ভূঁইয়া জানান, জীবন যাপনের প্রশ্নে আমাদের দেয়া এইসব উপহার সামগ্রী খুবই অপ্রতুল। সরকার বা আমাদের একার পক্ষে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মেটানো সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রয়াসে ভালো কিছু হবে বলে আমি মনে করি।


বাবুল ভূঁইয়া বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষ হয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনব্যাপী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বানবাসী মানুষের মাঝে প্রায় ২’শ শুকনো খাদ্রসামগ্রী বিতরণ করি। এসব খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো এক কেজি চিড়া, আধা কেজি আখের গুড়, এক প্যাকেট বিস্কৃট, একটি ম্যাচ লাইটার , মোমবাতি, নাপা ট্যাবলেট ও দুটি করে ওরস্যালাইন। এবং দুপুরে দেশবাসি সহ সকল বিশ্ববাসির জন্য দোয় করা হয়। পরে অসহায় বানবাসীদের মাঝে চার পাতিল খিচুড়ি রান্না করে বিতরণ করি।

আমি আমাদের সংগঠনের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিশেষ করে, জনতার মঞ্চ ফাউন্ডেশনের উপদেস্টা জামাল উদ্দিন, মোঃ শাহআলম, সোহেল চৌধুরী, মাহাবুবুর রহমান, পাপেল , ওবায়দুল হক এবং জুয়েল মীর্জা প্রমুখ।

তিনি আরও বলেন, বন্যায় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ অনুযায়ী যত টুকু থাকা সম্ভব আমাদের সংগঠনের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করেছি। আমি আহবান করি দেশের বিত্তবানরা এসব অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ।

 

আইএনবি নিউজ