বগুড়ায় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।

ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৯ নভেম্বর) দুপুরে মারা যান তারা।

নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে রাকিবুল ইসলাম রকি (৩৫) ও তার স্ত্রী মোছা. মীম খাতুন (২৬)।

জানা যায়, স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাদের মৃত্যু হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ঢাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া