ভৈরব প্রতিনিধি: ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সুজন মিয়া (৩৮) নামে এক যুবককে হাত, পা ও মুখ বেঁধে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
নিহত সুজন শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাদির মিয়ার পুত্র বলে জানা গেছে।
আজ রবিবার সকালে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি মধ্যেরচর সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজোয়ান দিপু জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া