ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার দিবাগত রাতে পৌর বাজারের নকশা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন, ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম।
নকশা জয়েলার্সের মালিক আজিজুল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাত ১০ টায় দোকান বন্ধ করে বাড়ীতে আসেন। এরপর রাতে কোন এক সময় দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটান চোরেরা। এরপর তারা দোকানের একটি সিন্ধুকের তালা ও দুটি আলমারীর তালা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়।
কত টাকার স্বর্ণ ও টাকা নিয়ে গেছে তার সটিক হিসেব না দিতে পারলেও, আনুমানিক ৩০ লাখ টাকার উর্দ্ধে স্বর্ণলংকার ও নগদ টাকার চুরি হয়েছে বলে জানিয়েছেন নকশা জুয়েলার্সের মালিক আজিজুল।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন দোকানের সিসি ক্যামেরা নিয়ে গেলেও বাহিরে থাকা একটি সিসিক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। সেই ফুটেজ দেখে আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি জানান।
আইএনবি/বিভূঁইয়া