পুলিশের ধাওয়ায় লেকে পড়ে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার ১

মাদারীপুর প্রতিনিধি:পুলিশের ধাওয়ায় মাদারীপুরে শহরে লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজের পরে একজনকে মৃত উদ্ধার করা হয়েছেন। কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে তারা নিখোঁজ হয়।

এর আগে সকালে শহরের ডিসিব্রিজ এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় শহরের শকুনী লেকে পুলিশের ধাওয়া খেয়ে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে একজনকে উদ্ধার করা হয়। অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে সকালে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোটা সংস্কারের দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।

আইএনবি/বিভূঁইয়া