ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুসল্লি বাজার এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ফোরকান উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।
নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক ফোরকান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া