নেত্রকোনা ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকেনা সাতপাই রেল ক্রসিংয়ে এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোকলেছ মিয়া (৫০) নামে এক বাক প্রতিবন্ধীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে একই এলাকার মৃত মজিদ তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে মোহনগ্ঞ্জ যাচ্ছিল। নেত্রকোনা বড় স্টেশনের কাছাকাছি পৌঁছাতেই সাতপাই রেলক্রসিং এলাকার রেল লাইন সংলগ্ন একটি মিষ্টির দোকানের পেছনে মোকলেছ দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এলাকাবাসী জানায়, রেলক্রসিংয়ে দীর্ঘদিন যাবৎ কোনো গেট না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার কথা শুনেছি। লাশ রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ কারা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া