নবীনগরে ফিতা কেটে স্মার্ট লাইব্রেরির শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্মার্ট লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থের নিয়ে গঠিত সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও এল জি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত স্মার্ট লাইব্রেরিটিতে ইতিহাস ঐতিহ্য সহ শিক্ষা বিষয়ক বই ছাড়াও রাজনীতি, জীবনী এবং বিনোদনসমৃদ্ধ বই পড়া যাবে। হাতের কাছে অনায়াসেই শিক্ষক শিক্ষার্থীরা অবসরে অথবা স্কুলে ক্লাসের ফাঁকে এই স্মার্ট লাইব্রেরিতে বই পড়তে পারবে বলে তারাও বেশ উচ্ছাসিত।

উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এল জি ইলেকট্রনিক্সের হেড অফ কর্পোরেট ব্রান্ডিং হাসান মাহমুদুল পারভেজ। সাংবাদিক প্রদীপ আশ্চার্যের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিরিয়র শিক্ষক বিমল ক্লান্তি গুহ। আরো বক্তব্য রাখেন এল জি ইলেকট্রনিক্সের এম্বাসেডর মো: শাহাবুদ্দিন, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি কামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর, সিনিয়র শিক্ষক মো: মোতালেব, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য টিটন চন্দ্র পাল প্রমুখ।

এসময় বক্তারা একটি লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বলেন, বই মানুষকে আলোকিত করে, বই জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্টিকে একটি ব্রীজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে।

এই স্মার্ট লাইব্রেরী শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়িয়ে তাদেরকে আলোকিত করবে এমটাই সকলের প্রত্যাশা। পরে অতিথিরা ফিতা কেটে লাইব্রেরি উদ্বোধন করেন।

আইএনবি/কে আ/ বিভূঁইয়া