দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

আইএনবি ডেস্ক: পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গতরাত ১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে ওই সময় থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে রবিবার ভোর পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়। তবে এর সোয়া দুই ঘণ্টা পর সকাল ৭টার দিকে আবারো কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপও দ্রুত কমে যাবে।

এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা।

আইএনবি/বিভূঁইয়া