ডাস্টবিনে মিলল বস্তাবন্দী শিশুর লাশ

ধর্ষণের পর হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফলমণ্ডি ডাস্টবিন থেকে নুসরাত ওরফে সুখী নামে সাত বছর বয়সী বস্তাবন্দি অবস্থায় এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ এপ্রিল) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ১১ টার দিকে নগরীর বিআরটিসি মোড়ের ফল মণ্ডির একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির পায়ু ও যোনিপথে রক্তক্ষরণের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে বাকলিয়া বৌবাজার এলাকায় থাকতো। তার মা রাস্তা, ডাস্টবিনে বোতল কুড়িয়ে বেচে জীবিকা নির্বাহ করে। এ কাজের সময় মেয়েকে আন্দরকিল্লা এলাকায় পরিচিত লোকজনের কাছে রেখে আসতেন মা। লাশ উদ্ধারের খবর পেয়ে শিশুটির মা গিয়ে পরিচয় শনাক্ত করেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আইএনবি/বিভূঁইয়া