ডাকাতের কান কেটে দিল জনতা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে গণপিটুনির পর কান কেটে দেওয়ায় এক ডাকাতের মৃত্যু হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে গভীর রাতে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি সংগঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত আনুমানিক দুইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে হানা দেয় ২০-২৫ জনের ডাকাত দল। তারা প্রফেসর আবুল কালামের বাড়িসহ দুই বাড়িতে হানা দিয়ে প্রচুর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।

বাড়বকুণ্ড মান্দারীটোলার ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন জানান, প্রতিরাতে এলাকায় ডাকাত হানা দিচ্ছিল, তাই মানুষ ক্ষিপ্ত ছিলো। সোমবার ভোর আনুমানিক চারটার দিকে মান্দারীটোলা গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে কয়েক গ্রামের মানুষ চারদিক থেকে ডাকাতদের ধাওয়া দেয়। এসময় দলছুট এক ডাকাত ধরা পড়ে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি ও ছুরি দিয়ে কান কেটে দিলে তার মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া