আইএনবি ডেস্ক: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন ট্রেনের নিচে শুক্রবার সকাল সাড়ে ৬টায় চাপা পড়ে রনি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রনি ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের নান্নু মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, সে কীভাবে ট্রেনের নিচে পড়ে কাটা পরল কেউ বলতে পারছে না। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ঘটনার পর নিহত রনির পকেটে আইডি কার্ড থেকে তার ঠিকানা পেলেও তার পরিবারের সদস্যরা এখনও খবর পায়নি বলে পুলিশ জানায়। তবে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তার বাড়িতে খবর পাঠিয়েছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া