জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের সোমবার উপজেলার বাগজানা এলাকায় পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ শাহানাজ ও তার পাঁচ বছর বয়সী ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ‘স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’

আইএনবি/বিভূঁইয়া