চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বুধবার সকালে জীবননগর পৌরসভার সুবলপুর প্রাইমারি স্কুলে পাশে জৈনক মতিউর রহমানের ধান ক্ষেত্রের ভিতর থেকে মাদক ব্যাবসায়ী রাশেদুল ও সাইফুল ইসলামকে ২‘শ পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে
তাদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি তদন্তের ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া