গ্রেফতার সাড়ে ৫ হাজার, ‘আটকের পর চলছে বাণিজ্য’

আইএনবি ডেস্ক:সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সারা দেশে ৫২৫টি মামলায় প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এর ফাঁকে সহিংসতাকারীদের পাশাপাশি নিরীহ অনেককেই গ্রেফতার করে বাণিজ্য চলছে বলে দাবি ভুক্তভোগীদের। অভিযোগ উঠেছে, আটকের পর টাকা না দিলে দেয়া হচ্ছে মামলা।

আলো আক্তার নামে এক নারীকে দেখা গেছে, ৬ মাসের শিশুকে নিয়ে ঘুরছেন আদালত পাড়ায়। তার দাবি, ঘরে বাজার না থাকায় পিকআপচালক স্বামী রনি বের হয়েছিলেন খাবার কিনতে। এরপর জানতে পারেন তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তিনি জানান, পুলিশ তার কাছ থেকে টাকা নিয়েও ছাড়েনি রনিকে ।

এদিকে জোৎস্না বেগম নামে এক নারীর দাবি, ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তার ছেলে মোসতাক আহমেদ বাদল। বাড্ডায় নিজের দোকানের সামনে থেকে গ্রেফতার হন তিনি।

একইভাবে গত কয়েকদিনে সহিংসতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করেছে। তাদের অনেকেরই অভিযোগ সহিংসতায় জড়িত না থাকলেও ধরে আনা হয়েছে তাদের।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবদুল্লাহ আবু বলছেন, সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে মামলা ও গ্রেফতার।

তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ বা অন্যান্য তথ্য-উপত্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। এখন আসামি পক্ষের লোকজন তো অপরাধ করার পরে দাবি করবেই যে তারা নিরপরাধ। কিন্তু সেটা তদন্তেই বেরিয়ে আসবে, তারা নিরপরাধ কিনা।’

আইএনবি/বিভূঁইয়া