গাইবান্ধায় আগুনে পুড়লো বসতবাড়ি ও ১০ দোকান

দিনাজপুর প্রতিনিধি: গাইবান্ধায় সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর হাটের তেতুলতলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়িসহ ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত ২টায় মুঠোফোনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ রেজা মিলু।

তিনি বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১টার মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। সেখানে আগুন খুব দ্রুত ছড়িয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বৈদ্যুতিক শর্টসার্কিট হলে মিটার পুড়ে যাওয়ার কথা। কিন্তু আগুনে এতকিছু পুড়ে গেল অথচ প্রতিটি দোকানের মিটার ঠিক আছে। তাই তদন্ত সাপেক্ষে আগুনের কারণ জানা যাবে। ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলা হলেও আমরা অর্ধেক ক্ষতি হিসেব করে ৫০ লাখ টাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছি।

 

আইএনবি/বিভূঁইয়া