ক্যাটরিনা দিনমজুরদের সাহায্য করছেন

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষদের যেন কোন সমস্যা না হয় এ কারণে নিজেদের মতো করে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তারকারা।

যাদের মধ্যে অনেকেই দৈনিক আয় ভিত্তিক শ্রমিকদের দু’বেলার খাবার জোগাড় করছেন। আবার কেউ এগিয়ে এসেছেন ফুতপাতের মানুষগুলোর সাহায্যের জন্য।

এরই ধারাবাহিকতায় এবার মহারাষ্ট্রের বাহান্দ্রা জেলার দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। তাদের খাবার ও স্যানেটারি সামগ্রি দিচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে- ক্যাটরিনা কাইফের প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ ‘দে হাত’ ফাউন্ডেশনের সঙ্গে মিলে এসব দিনমজুরদের সাহায্য করছেন।

সবশেষ সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে দেখা গেছে ক্যাটরিনা কাইফকে। এখন তার হাতে রয়েছে ‘সূর্যবংশী’র কাজ। এতে তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার।

আইএনবি/বিভূঁইয়া