কেশবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরে প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলায় মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাইসকাটি গ্রামে আবু সাইদ সরদার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আবু সাইদ উপজেলার কন্দপোপুর গ্রামের ইজাহার আলী সরদারের ছেলে। তিনি পুরনো লোহা-লক্কড় ব্যবসায়ী ছিলেন।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সাতাইসকাটি গ্রামে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আইএনবি/বি.ভূঁইয়া