কক্সবাজারে ৯ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, তলিয়েছে নিম্নাঞ্চল

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল ২০১৫ সালে ৪৬৭ মিলিমিটার। ৯ বছরের রেকর্ড ভেঙে গত তিন দিনে সমুদ্র শহরে ৬৬৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। যা এ যাবতকালের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটন শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে, গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তলিয়েছে রোহিঙ্গা ক্যাম্পসহ শহরের কয়েকটি সড়ক ও ৫০টির বেশি উপসড়ক। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীর সব সড়ক, সৈকত সংলগ্ন এলাকা ও মার্কেট পানিতে তলিয়ে গেছে। কলাতলী সড়কের দুই পাশের পাঁচ শতাধিক হোটেলে যাতায়াতের ২০টি উপসড়কও ডুবেছে। এতে কয়েক হাজার পর্যটক হোটেল কক্ষে সময় কাটাচ্ছেন।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, টানা বৃষ্টিতে হোটেল-মোটেল জোন পানিতে সয়লাব হয়েছে। লাবণী, সুগন্ধা, কলাতলী সড়ক, সকল উপসড়ক, সৈকতের ছাতা মার্কেট, বার্মিজ মার্কেট, শুটকি মার্কেটসহ সবখানে পানি ঢুকেছে।

এদিকে ভারী বৃষ্টিপাতে টেকনাফ ও উখিয়ার অন্তত ৮০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ইউনিয়নের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এতে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।

টানা বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও উপসড়ক তলিয়ে গেলেও কক্সবাজার থেকে দূরপাল্লার যান ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ২০১৫ সালে কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল ৪৬৭ মিলিমিটার। কিন্তু গত তিন দিনে সমুদ্র শহরে ৬৬৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এর মধ্যে ১২ সেপ্টেম্বর ৩৭৮ মিলিমিটার, ১৩ সেপ্টেম্বর ২২৫ মিলিমিটার ও ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া