উল্লাপাড়ায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পারকুল গ্রামে গাছ কাটতে গিয়ে আব্দুল মান্নান বিশা (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা পারকুল গ্রামে কয়েকজন শ্রমিক মিলে একটি গাছ কাটছিল। এসময় গাছটি মাটিতে ফেলার জন্য রশি বেঁধে টানা হচ্ছিল। এক পর্যায়ে গাছটি ওপর থেকে ছিটকে নিচে শ্রমিক আব্দুল মান্নানের মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার পরিবার থেকে কেউ কোনো মামলা করেনি।

আইএনবি/বিভূঁইয়া