কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। তার নাম মো. রকি মুন্সি(৩০)। সে সিডিখান এলাকার আবুল কালাম মুন্সির ছেলে।
বৃহস্পতিবার র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আটকের খবর নিশ্চিত করেন ।
জানাগেছে, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাইজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সিডিখান বাজার থেকে রকি মুন্সিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ও একটি অতিরিক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।
মাদারীপুর র্যাব-৮ এর অধিনায়ক মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, রকি মুন্সি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
আইএনবি/বিভূঁইয়া