মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর ।।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার করোনা আতঙ্কগ্রস্ত বিভিন্ন মসজিদের ইমাম ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ,কেএম এনামুল হক শামীম। রবিবার সকাল ১০ টায় নড়িয়া থানায়, মন্ত্রীর বাস ভবন মাতৃছায়া, ভোজেশ্বর, নশাসন, জপসা, রাজনগর ও মোক্তারের চরের ৯ শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) মোঃ সাইফুল ইসলাম, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম সরদার, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক আবু জাফর শেখ প্রমুখ।
এর আগেও নড়িয়া ও সখিপুরে নিজ অর্থায়নে ১২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেএম এনামুল হক শামীম।