অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হয়েছে:ওবায়দুল কাদের

আইএনবি নিউজ: বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে অব্যাহতি দিয়ে তা অবহিতও করা হয়েছে।

তিনি আরোও বলেন, নিজের ঘরের লোকদের বিরুদ্ধে শাস্তি দেয়ার সাহস একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন। যারাই অভিযুক্ত হবে-দুনীতি, চাঁদাবাজী, মাদকের সাথে থাকবে কেউই ছাড় পাবেন না। আওয়ামী লীগের প্রভাশালী নেতারাও নজরদারিতে আছে।

ঢাকা উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আসলামুল হক এমপি, ইলিয়াস মোল্লা প্রমুখ।

আইএনবি/বিভূঁইয়া