অস্ট্রেলিয়ার ২৮ বছরের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে । এই ম্যাচে বিশ্বের চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরির পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি, অস্ট্রেলিয়ান ক্রিকেটে যা দ্রুততম। ১৯৯২ সালে করা ডিন জোন্সের ১২৮ ইনিংসে ৫০০০ রানের রেকর্ড ভেঙেছেন তিনি।

মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডেতে ২৮ তম সেঞ্চুরি হাঁকানোর পথে ১১৫ তম ইনিংসে ৫০০০ রান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নারের চেয়ে দ্রুত এই রেকর্ড স্পর্শ করতে পেরেছেন শুধু হাশিম আমলা (১০১ ইনিংস), ভিভ রিচার্ডস ও বিরাট কোহলি (১১৪ ইনিংস)।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার যাদের পেছনে ফেলেছেন-

ডিন জোন্স- ১২৮ ইনিংস

ম্যাথু হেইডেন- ১৩৩ ইনিংস

মাইকেল বেভান- ১৩৫ ইনিংস

রিকি পন্টিং- ১৩৭ ইনিংস

আইএনবি/বিভূঁইয়া