বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শনিবার বিকেলে জেলা শহরের চেলোপাড়া মন্দিরের সামনে থেকে একদল ছিনতাইকারী সারিয়াকান্দি থেকে বগুড়ায় আসা রাফির (৩৫) চোখে গুড়ামরিচ ছিটিয়ে দিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সদর থানা পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের মেশিনারীজ ব্যবসায়ী রাফি প্রায় সাড়ে ৮ লাখ টাকা নিয়ে সিএনজি করে বগুড়া শহরের চেলোপাড়ায় আসেন। সেখানে সিএনজি থেকে নামার পরপরই দুই যুবক রাফির চোখেমুখে গুড়া মরিচ ছিটিয়ে দিয়ে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শনিবার বিকেলে উত্তর চেলোপাড়া মন্দিরের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে বাবলা (২৫) নামে এক যুবককে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া