অনলাইন জুয়ার আসর, ১২ লাখ টাকাসহ আটক ৩

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ জুয়া খেলার নতুন চক্রের সন্ধান পেয়েছে। এরা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলতেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ৩ জুয়াড়িকে নগরীর জামতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সজিব মিয়া (২৫), মাহফুজ (৩৭) ও মাহবুব করিম বাবু (৩৫)।

সূত্রগুলো জানায়, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশ অভিযান চালায়। জেলা ডিবি ওসি শাহ কামাল বলেন, চক্রটি বেশ চতুর। এদের সঙ্গীদেরও এখন চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।

আইএনবি/বি.ভূঁইয়া